✅যে সকল প্রফেশনাল উপকৃত হবেন আমাদের থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেবা গ্রহণ করলে।
Posted on July 02, 2022 by Amrito Mondol, One of Thousands of Career Coaches on Noomii.
Presenting Yourself Differently And Transforming Your Future Career Today!
- আপনার অনেক ব্যস্ততার কারণে আপনার রিজুমি টি গোছানোর সময় পাচ্ছেন না, আমি তেমন প্রফেশনালদের সহায়তা করি।
- অনেক কাজের অভিজ্ঞতা কিন্তু রিজুমি পাতা অনেক বেশি হয়ে গেছে, আমি তাদেরকে সহায়তা করি।
- চাকরি করেছেন কিন্তু প্রতিটি কোম্পানিতে ১ বছর বা একটু বেশি সময় ধরে কাজ করে কোম্পানি পরিবর্তন করেছেন এবং এটা চার থেকে বেশি, তাহলে তবে আমাদের সহায়তা নিতে পারেন।
- ক্যারিয়ারে অনেক ঝামেলা করে ফেলেছেন, আমি তাদেরকে সহায়তা করি।
- আপনার রিজুমি টি কি আপডেট করিয়ে একটি প্রফেশনাল রিজুমি বানিয়ে নিতে চাইছেন? আমি তাদেরকে সহায়তা করি।
- আপনি কি চাকরি পরিবর্তন করার কথা চিন্তা করছেন? কিন্তু ডকুমেন্ট আপডেট নাই? আপনার সময় কম বা বুঝতে পারছেন না কি কি রাখবেন আপনার রিজুমি তে, আমি আপনাকে সহায়তা করি।
- আপনার অভিজ্ঞতা ০৫ থেকে ২৮ বছর, এখন সিভি/রিজুমি ৫ পেজ বা এর বেশি পেজ করেছেন। সেটা ২ থেকে ৩ পেজে আনতে চাইলে আমি আপনাকে সহায়তা করি।
- আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা হচ্ছে কোন সেক্টরে কাজ করবেন বুঝতেই পারছেন না অথবা সেক্টর পরিবর্তন করতে চাইছেন, তাহলে আমাদের সহায়তা নিতে পারেন।
- আপনার একটি বিডিজবসের রিজুম করা আছে, সেটা দিয়েই চালিয়ে নিচ্ছেন। আমি আপনাকে সহায়তা করি।
- চাকরি করছেন, সিভি/রিজুমি আছে ইন্টার্ভিউ কলও পান কিন্তু ক্যারিয়ারে সামনের দিকে এগোতেই পারছেন না, তাহলে আমাদের সহায়তা নিতে পারেন।
- রিজুমি করা আছে কিন্তু সেখানে কোন অ্যাচিভমেন্ট লেখা নাই, রেস্পন্সিবিলিটি লেখা নাই, স্কিল লেখা নাই, একটি ক্যারিয়ার সামারি লেখা নাই, কত বছর কাজ করেছেন সেটাও লেখা নাই। আমি আপনাকে সহায়তা করি।
- অনেক সময় দেখা যায় কাজ করেছেন কিন্তু তার স্কিল, অ্যাচিভমেন্ট, গ্রোথ সম্পর্কে জানা নেই, তবে আমাদের সহায়তা নিতে পারেন।
- খুব কষ্ট করে একটা ইনফোগ্রাফিক রিজুমি করেছেন কালার টালার দিয়ে, তাহলে এটাকে বাদ দিতে পারেন এবং মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি রিজুমি করিয়ে নিতে আমি আপনাকে সহায়তা করি।
- এক পেজের একটি রিজুমি করেছেন, অথচ আপনার অভিজ্ঞতা ১০ বছরের উপরে, তাহলে আমি আপনাকে সহায়তা করি।
- চাকরি করছেন, রিজুমি আছে ইন্টারভিউ কলও পান কিন্তু ক্যারিয়ারে সামনের দিকে এগোতেই পারছেন না। তাহলে, আমি আপনাকে সহায়তা করি।
- একজন নবীন সবে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা করেছেন, তাদের রিজুমি লিখিয়ে নিতে হয় না। তারা ক্যারিয়ার কাউন্সিলিং এ অংশ নিতে পারেন। ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য কল করুন।
- যদি ০৭ টি আবেদন করেও একটিও ইন্টার্ভিউ কল না আসে, তবে বুঝবেন আপনার কোথাও সমস্যা হচ্ছে। এই কারণে আমি আপনাকে সহায়তা করি।
- যদি ০৫ টি ইন্টার্ভিউ দিয়ে একটি চাকরিতে জয়েন করতে না পারেন, তবে আমি আপনাকে সহায়তা করি।
- আপনার সিভিতে কি প্রথম পেজে শিক্ষাগত যোগ্যতা রেখেছেন? প্রথমত আপনার অভিজ্ঞতা, দক্ষতা তার পর শিক্ষাগত যোগ্যতা, তারই আলোকে নিয়োগকর্তা আপনকে মূল্যায়ন করেন।
- যদি আপনি ০৬ মাস বা তার বেশি সময় ধরে চাকরীচ্যুত থাকেন তাহলে আমার সাথে পরামর্শ করতে পারে।
সেবা গ্রহণ করতে আমাদের হোয়াটঅ্যাপে মেছেজ করুন +8801943757165 (WhatsApp)